কারিগরী শিক্ষা বোর্ড

কারিগরী শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী ৬ মাস মেয়াদী বেসিক ইন কম্পিউটার ও হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং কোর্সে প্রশিক্ষণ করান হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের কারিগরী বোর্ডের সনদপত্র প্রদান করা হয়।
(ক) বেসিক ইন কম্পিউটার-বেসিক ইন কম্পিউটার কোর্সের আওতায় যে সকল প্রোগ্রাম শিখান হয়-
এম.এস.ওয়ার্ড
এম.এস.এক্সেল
এম.এস পাওয়ার পয়েন্ট
এম.এক্সেস
ইন্টারনেট ও ইমেইল

(খ) হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং-হার্ডওয়ার এন্ড নেটওয়ার্কিং কোর্সের আওতায় যে সকল কাজ শিখান হয়
ডেস্কটপ ইনস্টলেশান
ডেস্কটপ সার্ভিসিং
সফটওয়্যার ইনস্টলেশান
নেটওয়ার্কিং